ইসতেয়াক আহমদ লিমন :
দিব্যি মনে নিতান্তই সহজ সরল মানুষ। সাচ্ছন্দে সামাজিকতায় নিজেকে বুঝাতে চান, মানুষ মানুষকে ভাসবাসতে হয়।
মানুষ স্রষ্টার শ্রষ্টজীব তার উপরে কিছু নাই।
মানুষকে ভালবাসার জন্য নিজেকে সর্বদা প্রফুল্লচিত্তে সাজিয়ে ঘুছিয়ে চলতে পছন্দ করেন।
অনেকের ব্যাঙ কথাও হেসে ফেলে দেন। তার মানে এই না তিনি ব্যাঙ কথার রহস্যটুকু বুঝেন না।
ভাবেন ওরা যাই বলুক তার পরও তো মানুষের সান্নিধ্যে উপস্থিত আছি ওরা না হয় আমাকে ঠাট্টা করে আনন্দ স্বাদ নিল। কাউকে বুঝতে দিয়ে লজ্জায় ফেলেন না।
বিবেকের সারা দেয় নিজেকে একটা অবস্থানে পৌঁছাতে। আর সেই কবে থেকেই বঙ্গবন্ধুর আর্দশ লালনে অসম্ভব চেষ্টা করে যাচ্ছেন। তিনি স্রষ্টার প্রতি বিশ্বাস রাখেন যে, মানুষ ইচ্ছা করলে সবকিছুই সম্ভব।
পকেটে টাকা থাকুক বা নাই থাকুক লাগামহীন ভাবে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানাধি বা বিভিন্ন কার্যক্রমে নিজেকে উপস্থিতি রাখছেন। জয়বাংলার গান কন্ঠে না অন্তরে হৃদয় দিয়ে লালন করে যাচ্ছেন।
প্রমোদ বাবু, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীে শেখ হাসিনা যদি উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত না করতো তাহলে আমার মতো মানুষ আজকের সুযোগটা নিতে পারতাম না।
তাছাড়া তিনি দলের ভাবমূর্তির জন্য পৈ পৈ করে দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। দলকে অন্তর থেকেই ভালবাসেন।
তিনি প্রমোদ সূত্রধর, বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক সম্পাদক। হৃদয়ে নাসিরনগরের মাটি ও মানুষ।
অসাম্প্রদায়িক চতনায় ধরমন্ডল ইউনিয়ন বাসি যে সারা দিয়েছেন তা কখনোই ভুলা যাবে না। তাতে নাসিরনগরের অনেকরই ঘুম ভাঙানো পালা।
আজ শুধুই ধরমন্ডলই নয়, অসাম্প্রদায়িক চেতনা পরো নাসিরনগর।
ভাতৃত্ব বন্ধনে আজ নাসিরনগর, আমি গর্ববোধ করি। সেটা বেঁচে থাকবে আগামী পথচলা প্রজন্ম পর্যন্ত।
তবে এখনই সময় :
মুসলমান ভাইয়েরা ভাতৃত্ব বন্ধনে শ্রম ঘাম অর্থকড়ি দিয়ে এগিয়ে আসছে, জাতি ভাইয়েরা যদি মুখ ফিরিয়ে নেয় আমি বলব আপনারা নিজেদের বিকের কাছে ঋণি থাকবেন। যাকে বলে স্বগোত্র বিনাশায়া নমঃ।
শুধু তাই নয়, যদি পরবর্তী বা পরবর্তী প্রজন্ম কোনো যোগ্য ব্যাক্তিও নির্বাচনে দাঁড়ায় খোঠা কলঙ্কের রেস কমতি থাকবে না।
তিনি হয়তো সকলের দ্বারে পৌঁছাতে পারেনি সেটা যদি ভাবেন আমি দুঃখিত। উনি সহজ সরল অসায় মানুষ।
অসহায় প্রমোদ বাবুর পাশে নিজ উদ্যোগেই যদি থাকেন হয়তো স্রষ্টা খুশি হবেন। অার তাতে বসন্ত লাগবে না…….
ফুল ফোটবেই।