[t4b-ticker]

নিজস্ব প্রতিবেদন:

 

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত অবরোধ চলে।

দক্ষিণ সুরমার তিলিবাজার, চন্ডিপুল এলাকার রাস্তায় শ্রমিকেরা এই অবরোধ করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টা দিকে পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ প্রত্যাহার করে তারা।

এদিকে অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুই পাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগেও এ বছরের ৬ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, ২০২১ সাল থেকে পরিবহন শ্রমিকদের কাছ থেকে তাদের চিকিৎসা ও বিভিন্ন ভাতা বাবদ ৩০ টাকা তোলা হচ্ছে। আজ দক্ষিণ সুরমার তিলিবাজার এলাকায় এই টাকা উত্তোলনের সময় আমাদের কয়েকজন পরিবহন শ্রমিকদের আটক করার চেষ্টা করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা তিলিবাজার, চন্ডিপুল এলাকা অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসনের সাথে কথা ঘটনাস্থলে আসেন। তাদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বর্তমানে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।