[t4b-ticker]

চট্টগ্রামঃ

 

চট্টগ্রামে মাদকের টাকা না দেওয়ায় মা রিনা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ওমর ফারুক নামের এক যুবক। রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘীর উত্তর পাশে একটি কলোনিতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরইমধ্যে পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নিহত রিনা আক্তার চন্দনা (৪০) গাড়িচালক আকতার হোসেনের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। বাবা পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

নগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওমর ফারুক মাদকাসক্ত। নিয়মিত ইয়াবা সেবন করে। রোববার রাতে টাকার জন্য তার মাকে চাপ প্রয়োগ করে। টাকা না দেওয়ায় ঘরে থাকা বঁটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রিনা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে