[t4b-ticker]

অনলাইন ডেস্কঃ

বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাবাসীসহ দেশ-প্রবাসের অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি।

গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ঈদ যেমন আনন্দের বার্তা দেয় ঠিক তেমনি ভাবে শিক্ষা দেয় মহান আল্লাহর আদেশ-নিষেধ পালনের প্রতি নিজেকে উৎসর্গ করার। তাই ঈদুল আজহার প্রকৃত মহত্ত্ব ও তাৎপর্য লালন করতে শিখতে হবে। বন্ধু হয়ে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিষ্ঠা, সততা ও ত্যাগের মাধ্যমে অক্লান্ত কাজ করে যাচ্ছেন।

পবিত্র ঈদুল আজহার বার্তা মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার তোলারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহার উৎসবে দেশে-বিদেশে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় শান্তিতে প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।