ক্যারিয়ারের শুরুতে ‘নেপোটিজম’ বিতর্ক পিছু নিলেও নিজের অভিনয় প্রতিভা দিয়ে সব শ্রেনীর দর্শকদের মন জয় করেছেন মহেশ ভাটকন্যা ও রণবীর পত্নী আলিয়া ভাট। বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী তিনি। গত বছর মা হয়েছেন আলিয়া। ফিল্মি ক্যারিয়ারে পার করছেন সোনালি সময়।
এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট।
শুক্রবার (৫ জুলাই) ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নাম ঘোষণা করলেন আলিয়া ভাট। এতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে অভিনেত্রীকে।
(AR)