[t4b-ticker]

অনলাইন ডেস্কঃ

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিনেত্রী পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

২০২২ সালের জুলাই মাসে নাসির উদ্দিন পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন।

মামলায় রোববার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলায় আরেক আসামি জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ জুনায়েদ সোমবার আদালতে পরীমনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ১৮ এপ্রিল আদালত পরীমনি ও তার পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারি করে এবং ২৫ জুন পরীমনি জামিন পান।

এর আগে গত বছরের ১৮ মার্চ ঢাকা জেলার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

২০২১ সালের ১৪ জুন পরীমনি সাভার থানায় নাসির উদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ বিচারাধীন।

পরে একই দিনের ঘটনায় পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই ঢাকা বোট ক্লাবের সাবেক নির্বাহী এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেন।