[t4b-ticker]

অনলাইন ডেস্কঃ

 

গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শরফ উদ্দিন শরিফকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মেডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল নগরীরর মহানজন পট্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মোঘলাবাজার থানায় প্রেরণ করা হয়।

র‍্যাব আরো জানায়, ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি শরিফ উদ্দিন শরিফ। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলায় দায়ের করা হয়। র‍‍্যাব ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শরিফ উদ্দিনকে।

এ ব্যাপারে মোঘলাবাজার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আসামী শরফ উদ্দিনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।