অনলাইন ডেস্ক:
একই ম্যাচে মাইলফলকে পৌঁছানো ও রেকর্ড টপকানোর কাজ যেন সমান তালে করে চলেছেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারে পাঁঁচ অঙ্কের রানে পৌঁছেছিলেন তিনি। ইতিহাসের ১৫তম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের পর একই ইনিংসে সেঞ্চুরির সুবাদে পেছনে ফেলেছেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়াবর্ধনে ও ব্রায়ান লারাকে।
বুধবার (২৯ জানুয়ারি) গল টেস্টের প্রথম দিনের শেষ সেশনে শতকের দেখা পান স্মিথ। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি। সার্বিক টেস্ট শতকের শীর্ষ তালিকায় থাকা ব্যাটারদের মধ্যে এখন স্মিথের অবস্থান সাত নম্বরে।
তালিকায় সবার ওপরে শচীন টেন্ডুলকার। ৫১টি শতক নিয়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। এরপর যথাক্রমে জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকার (৩৮), রাহুল দ্রাবিড় ও জো রুট (৩৬)।
উল্লেখ্য, গাভাস্কার-জয়াবর্ধনে-লারার পাশাপাশি ৩৪টি সেঞ্চুরি রয়েছে সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খানেরও।
RAYHAN