[t4b-ticker]

অনলাইন ডেস্কঃ

 

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এডভোকেট গোলাম রব্বানীর নাম আসার প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী সচেতন নাগরিকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গোলাম রাব্বানী আওয়ামী লীগের সমর্থনে সিলেট জজ কোর্ট আইনজীবী পরিষদের দুটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শক্তির সহায়তাকারী ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি তাকে অপসারণ করা না হয়, তাহলে এলাকাবাসী ও ছাত্র-জনতাকে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব লুৎফুর রহমান লীলু, পরিচালনা করেন মামুন হাসান। বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন, ইসমাইল আহমদ খোকন, জুয়েল আহমদ জুবেদ, রজব আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রুজেল ইমাম, শাহীন আহমদ, আব্দুল আলিম, সাইদুল হক, কয়ছর আহমদ, রেজওয়ান আহমদ, মিলাদ আহমদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মিফতাউল হক তাহমিদ, মাহদী হাসান, মাহদী, ফরহাদসহ অনেকে।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বন্ধের দাবি জানান এবং সুষ্ঠু কমিটি গঠনের আহ্বান জানান।