অনলাইন ডেস্ক
অনন্য, অসাধারণ, অতিমানবীয় – গতকাল মুম্বাইতে গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটিকে আসলে কোনো শব্দেই বিশেষায়িত করা সম্ভব নয়। আফগানিস্তানের বিপক্ষে দল যখন খাঁদের কিনারায় তখন ব্যাটিংয়ে নামের তিনি। এরপর পড়েন ইনজুরিতে। বলতে গেলে পায়ের কোনো সাহায্য ছাড়া খেলেই অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২৯২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিংয়ে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯১ রানে পড়ে অসিদের সপ্তম উইকেট। এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক জয় এনে দেন ম্যাক্সি।
ম্যাক্সওয়েলের ১২৮ বলে ২০১ রানের ইনিংসে রেকর্ডবুকে ঝড় বয়ে গেছে। অস্ট্রেলিয়ার হয়ে গতকাল প্রথম ডাবল সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ওয়ানডেতে রান তাড়ায় নেমে যা প্রথম কোনো ব্যাটারের ডাবল সেঞ্চুরি। এদিকে, ওপেনার বাদে অন্য কারও আগে ছিল না ডাবল সেঞ্চুরি। নতুন করে সেই ইতিহাসও লেখালেন এই অসি তারকা।
বিশ্বকাপে গতকাল আফগানদের বিপক্ষে ১০টি ছক্কা মারেন ম্যাক্সওয়েলে। বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। ১৭টি ছক্কা হাঁকিয়ে মরগান রয়েছেন সবার ওপরে। সবচেয়ে কম বলে ওয়ানডে ডাবল সেঞ্চুরির তালিকায় ম্যাক্সওয়েল দ্বিতীয় স্থানে। ১২৮ বলে তিনি ডাবল সেঞ্চুরি করেন। ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে সবার ওপরে ইশান কিশান।
ওপেনার নয়, এমন ব্যাটারদের ভেতর গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটিই সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির ১৯৪ রানের ইনিংসটিই ছিল সর্বোচ্চ।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। এর আগে কপিল দেব ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। এর আগে ২৩৭ রান করেছিলেন মার্টিন গাপটিল ও ২১৫ রান করেছিলেন ক্রিস গেইল।
প্যাট কামিন্সের সঙ্গে মিলে ম্যাক্সওয়েল গড়েছেন বিশ্বরেকর্ড। ২০২ রানের জুটিটি সপ্তম উইকেট বা এর নিচের ব্যাটিং অর্ডারে সর্বোচ্চ। এছাড়া ৭ উইকেট হারানোর পর কোনো দল ওয়ানডেতে আগে এতো রান করতে পারেনি।
ম্যাক্সওয়েলের কল্যাণে অস্ট্রেলিয়াও কাল লিখেছে নতুন ইতিহাস। বিশ্বকাপ ক্রিকেটে এটাই এখন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।