[t4b-ticker]
অশ্লীল পোশাক প্রসঙ্গে ডিপজলকে যে জবাব দিলেন ইধিকা পালঅশ্লীল পোশাক প্রসঙ্গে ডিপজলকে যে জবাব দিলেন ইধিকা পাল

 

 অনলাইন ডেস্ক

হিমেশ আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছে কলকাতার ইধিকা পালের। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তবে দেশের চলচ্চিত্রের প্রযোজক ও অভিনয়শিল্পী ডিপজল সম্প্রতি ইধিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইধিকার পোশাক-আশাক ছিল অশ্লীল।

ইধিকা পালের পোশাক নিয়ে ডিপজল বলেছিলেন, ‘ইধিকা পাল যে ড্রেস পরছেন, ওই ড্রেস মানুষ পরেন না। আমার মনে হয়, উনি যে ড্রেস পরছেন, ওটা পরে ইন্ডিয়াতে থাকাটাই ভালো। আমাদের দেশে না আসা ভালো। আমাদের দেশে একটা লিমিটে কাজ হয়। ’

সম্প্রতি বিশেষ কাজে ঢাকায় এসেছেন ইধিকা পাল। এই সময়ে তিনি কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে। সেখানে আসে ডিপজলের ওই মন্তব্যের প্রসঙ্গও। যার জবাবে এই অভিনেত্রী বলেছেন, ‘তিনি (ডিপজল) বড় মাপের একজন মানুষ। তাকে নিয়ে আলাদাভাবে আমার কিছু বলার নেই। আমি তো ছোটখাটো একজন মানুষ, সদ্য ইন্ডাস্ট্রিতে আসা একটা মানুষ আমি। এত বড় মানুষকে তো আমার বলার কিছু নেই। তবে তার কাছে একটা প্রশ্ন আছে আমার। আমার যত দূর ধারণা যে তিনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। তার কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?’

ইধিকা আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও এখন পর্যন্ত আমার করা কোনো কাজ পাওয়া যাবে না, যেখানে অশ্লীলতা আছে। আমি জানি না, তার (ডিপজল) কেন এটা মনে হয়েছে। তো আমার ওই প্রশ্ন তার কাছে করা। অশ্লীল কোনটা? আরেকটা কথা একটু ব্যক্তিগতভাবে বলতে চাইব, তিনি আমার থেকে অনেক বেশি সিনিয়র। প্রত্যাশা করিনি কোনো দিন এ ধরনের কথা বলতে পারেন। ’

সঙ্গে এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘অশ্লীল পোশাক-আশাক হয় না, অশ্লীল মানুষের আচরণও হয়। পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ, আমার পোশাকটা নয়। ’