শনিবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড়ে ৬ জন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দেশটির দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ের সময় বাড়িঘর ধংসস্তুপে পরিণত হয় এবং বিস্তীর্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। নিহত ছয় ব্যক্তির মধ্যে তিনজনেরই মৃত্যু হয় রাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তরাংশের ক্লার্কসভিল শহরে।
ন্যাশভিলের মেয়র জো পিটস শহরজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন, যা রোববার পর্যন্ত বলবৎ থাকবে।
গনমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, এ ঘটনা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি এবং যাদের সাহায্য দরকার আমরা সর্বদা তাদের পাশে আছি।
মন্টোগোমারি কাউন্টির সরকারের তথ্যমতে, ন্যাশভিলের আশেপাশের আরও ২৩ জন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের হিসাব মতে, শনিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৬০,০০০ মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিলো।