[t4b-ticker]

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের হাতে নেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েলি এই সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধের পরে গাজায় একটি বেসামরিক প্রশাসন কাজ করবে। উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে এই উপত্যকায় পুনর্বাসন কাজ করা হবে। আমরা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করব না।

এর আগে গত মাসে গাজা যুদ্ধ শেষে এই উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেলিন নেতানিয়াহু। মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে। (গাজার) নিরাপত্তার দায়িত্বে না থাকলে কী হয়, সেটা আমরা দেখলাম।

নেতানিয়াহু এমন কথা বললেও যুদ্ধ শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসন ভার তুলে দিতে চায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এ ছাড়া গাজায় ইসরায়েলি জবরদখল বা ফিলিস্তিনি ভূখণ্ডে হ্রাসের বিরোধিতা করে আসেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। গাজা দখলের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করে বাইডেন বলেছেন, ইসরায়েল যদি গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তাহলে তা তাদের জন্য ‘বড় ভুল’ হবে।