[t4b-ticker]

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের কৃতি সন্তান ড. শ্যামল দাস নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ফার্মেসিতে প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি একজন ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানী। ওষুধ তৈরি ও ডেলিভারিতে তিনি পারদর্শী। তার গবেষণার ফোকাস ফুসফুসের রোগ ও অন্যান্য ভাইরাল এবং ড্রাগ-প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য উদ্ভাবনী ইনহেলার ফর্মুলেশনের উপর।

বিভিন্ন প্রকৌশল কৌশল ব্যবহার করে তিনি ছোট অণু এবং জীববিজ্ঞানের ফর্মুলেশন তৈরি করেন এবং ক্লিনিক্যাল অনুবাদের জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো তদন্ত করেন। হেলথ রিসার্চ কাউন্সিলের তহবিল নিয়ে, তিনি ক্লিনিকাল ট্রায়ালের ফর্মুলেশনগুলোর মধ্যে অগ্রগতি দেখিয়েছেন।

ড. শ্যামল দাস ২০০০ সালে বাংলাদেশে তার একাডেমিক ক্যারিয়ার শুরু করেন এবং ওটাগো বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে অস্ট্রেলিয়ার মোনাশ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস থেকে পিএইচডি করেন। তিনি শিক্ষাদান, গবেষণা এবং তত্ত্বাবধানের জন্য একাধিক পুরস্কার সহ ২০২২ সালে ইউকে কাউন্সিল অফ গ্র্যাজুয়েট এডুকেশন সার্টিফিকেশন অর্জন করেছেন। স্কুল অফ ফার্মেসির রিসার্চের সহযোগী ডিন, ওটাগো মেডিকেল স্কুল রিসার্চ সোসাইটি এবং কন্ট্রোলড রিলিজ সোসাইটি নিউজিল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট। কোভিড লকডাউন চলাকালীন স্বেচ্ছায় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ২০২১ সালের একজন কিউই ব্যাংকে লোকাল হিরো ছিলেন।

নিউজিল্যান্ডের অকল্যান্ডের নর্থ শোর হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মো. ইসলাম শাখু নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর হিসেবে পদোন্নতি প্রাপ্তির জন্য ড. শ্যামল দাসকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশি বংশোদ্ভুত কারও জন্য ওটাগো বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অধ্যাপক (ফুল প্রফেসর) হওয়ার উদাহরণ যেখানে নেই সেখানে আপনার এই প্রাপ্তি নিঃসন্দেহে আমাদের সকল বাংলাদেশিদের জন্য আনন্দের ও সম্মানের।

আপনার এই প্রাপ্তি আমাদেরকে আরো একবার গর্বিত করল। আগামী দিনগুলোতে আপনার কর্মযজ্ঞের মাধ্যমে ফার্মেসি বিভাগ, বিশ্ববিদ্যালয় তথা এই বিশ্ব সম্মৃদ্ধ হোক এই প্রত্যাশা জানিয়ে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সম্প্রতি ওটাগো ইউনিভার্সিটির ২৯ জন শিক্ষাবিদ এ বছর প্রফেসর পদে পদোন্নতি পাচ্ছেন।