অনলাইন ডেস্ক
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে রাজশাহীতে কোনো পিকেটিং বা মিছিল দেখা যায়নি। তবে সহিংসতা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল থেকেই বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ পর পর বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি হচ্ছে।
অনেক সময় বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে যাত্রীর সংখ্যা কম থাকায় বাসের সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া অবরোধেও রাজশাহীর সব ব্যবসা প্রতিষ্ঠান স্বভাবিক দিনের মতোই খোলা রয়েছে।