[t4b-ticker]
আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত : মেজর হাফিজআন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত : মেজর হাফিজ

 

 অনলাইন ডেস্ক

 

আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন।

বিএনপি ভোটে অংশ নিলে তিনিও বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে মঙ্গলবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে জানান বিএনপির এ সিনিয়র নেতা।

তবে তার নেতৃত্বে নতুন দল হচ্ছে সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, যে যা বলে তিনি বিএনপিতেই আছেন।

নতুন দলের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি। এর বেশি কিছু এখন বলব না। ‘