[t4b-ticker]
নেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্পনেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প

 

 অনলাইন ডেস্ক

 

 

নেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। রোববার (৫ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত শুক্রবার রাতে ভূমিকম্প আঘাত হানে নেপালে।

 

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে নেপালে। ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্র থেকে জানানো হয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।