অনলাইন প্রতিবেদন
টানা ১৯তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে একের পর এক গাজায় বোমা হামলা করছে ইসরায়েল। ফলে দৈনিক কত ডলার এ যুদ্ধের পেছনে খরচ করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ খরচের পরিমাণ তুলে ধরেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোথরিচ জানান, যুদ্ধের পেছনে প্রতিদিন তার দেশ এক বিলিয়ন শ্যাকেল খরচ করছে। যা ডলারের হিসাবে ২৪৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৭১৮ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ২৯০ টাকার সমান।
ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, স্মোথরিচ যুদ্ধের পেছনে প্রতিদিনের খরচের কথা জানালেও অর্থনীতির কি পরিমাণ ব্যয় নিজ সেনাদের পেছনে খরচ করছে তা জানায়নি। এছাড়া ফিলিস্তিনিদের হামলায় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও তিনি মন্তব্য করেননি।
অর্থমন্ত্রী বলেন, সংঘাতের কারণে এস অ্যান্ড পি সূচকে ইসরায়েলের অবস্থান স্থিতিশীলতা থেকে নেতিবাচকে নেমেছে। বিষয়টিকে তিনি আশঙ্কাজনক হিসেবে মন্তব্য করেছেন। তবে তার দাবি, এমন পরিস্থিতিতে ইসরায়েলের বড় ধরনের সংকট হবে না।
এদিকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধের পরিস্থিতি ফিলিস্তিন ছাড়াও লেবানন ও সিরিয়ার গড়িয়েছে। আজও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির ৮ সেনা নিহত হয়েছে।
সিরিয়ার সংবাদমাধ্যম সানা জানিয়েছে, তাদের সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে দারা অঞ্চলে এ হামলা হয়।
বুধবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ সময় মর্টার লঞ্চার দিয়ে ছোড়া হয়েছে।
এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। অত্যাধুনিক-বিধ্বংসী সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান। যে কোনো সময় দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে সব সীমাই পার করে ফেলেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।