অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী পরিকল্পিত হত্যালিলা চালাচ্ছে। সহিংসতায় শিশু-নারী ও বেসামরিক লোকজনকে দেখেও যাদের প্রাণ কেঁদে না ওঠে, তাদের হৃদয় পাথরের তৈরি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার মস্কোতে এক উচ্চপর্যায়ের সরকারি বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
পুতিন বলেন, ‘একটি স্ফুলিঙ্গ কিংবা গোলা নিক্ষেপ করা সহজ, খুবই সহজ; কিন্তু তার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়… আপনি যদি স্বাভাবিক মানুষ হন, তা হলে যখন হামলায় রক্তাক্ত শিশুদের যন্ত্রণা আপনি নিজের চোখে দেখবেন, সেই সময় আপনার হাতের মুঠো দৃঢ় হবে এবং চোখ অশ্রুতে ভরে উঠবে। সাধারণ লোকজনের ক্ষেত্রে এমনটিই ঘটে থাকে।’
তিনি বলেন, ‘কিন্তু এসব ভয়াবহ দৃশ্য দেখার পরও যারা স্বাভাবিক রয়েছে, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না— তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তাদের হৃদয় নেই; কিংবা যদি থেকেও থাকে— তা হলেও সেই হৃদয় রক্ত-মাংস দিয়ে নয়, পাথরে তৈরি।’
প্রসঙ্গত, সম্প্রতি ইসরাইল সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। সেখানে গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামাসযোদ্ধাদের হামলার কিছু ছবি ও ভিডিও দৃশ্য দেখে কেঁদে ফেলেন তিনি।
গত ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তপথ ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ওই দিন শেষ রাত থেকে কয়েক হাজার রকেট ছোড়ার পর বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরাইলে প্রবেশ করেন কয়েকশ হামাসযোদ্ধা এবং শত শত ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিকদের নির্বিচারে হত্যার পাশাপাশি ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যান তারা।